প্রেস বিজ্ঞপ্তি: জননী ফাউন্ডেশনের উদ্যাগে ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (০৯ এপ্রিল) বিকেল থেকে ষোলশহর, ২ নং গেইট ও মুরাদপুর এলাকায় রিকশা চালক ও নিন্ম আয়ের মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।
এ সময় তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারী শেষে খেটে খাওয়া মানুষরা বড় বিপাকে পড়েছে। আমরা যদি তাদের পাশে একটু থাকি, একটু সহযোগিতার হাত বাড়াই ক্ষতিতো নেই। শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও মাঝে মাঝে বাঁচতে হয়।
ইফতার বিতরণ করা সেচ্ছা সেবকরা বলেন, জননী ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ সত্যিকার অর্থে একজন বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী। তাঁর মতো অন্যদেরও মানুষের সেবায় এগিয়ে আসা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জাহিদ চৌধুরী (খোকন), এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম তাসিন, মাহিবী চৌধুরী, মো. জোনায়েদ, মো. নাভেদ, মো. রাফসান প্রমূখ।




