লোহাগাড়া প্রতিনিধি: পবিত্র রমজানে ভোগ্যপণ্যের অতিরিক্ত মূল্য এবং দ্রব্যমূল্যের তালিকা দোকানের সামনে না থাকায় লোহাগাড়ায় হাট-বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে গত ৩ ও ৪ এপ্রিল। অভিযানে ৮ দোকানদারকে জরিমানা করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা সহকারী সহকারী (ভূমি) মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ৩ এপ্রিল উপজেলার আধুনগর খান হাটে ৬ দোকানদারকে ১৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মেসার্স ছৈয়দ স্টোর, এসকে স্টোর, শিবলব পালের দোকান, লাল মিয়া স্টোর, ওসমান গণির দোকান এবং বৈধ কাগজপত্র না থাকায় ইদ্রিস নামে এক মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।
অপরদিকে, ৪ এপ্রিল অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলা সদরের লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে। অভিযানে হোটেল মালিক জহিরুল ইসলাম ও কলার আড়তদারকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় সকলস্তরের দোকানদার ও হকারদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্য তালিকা টাঙানোর আদেশ দেয়া হয়েছে।




