বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: বিশ্ব পানি দিবসে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পানি দিবস ২০২২’ পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে বিশ্ব পানি দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তীব্র পানির সংকটে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে বান্দরবানের ৩নং সদর ইউনিয়নের রেইচা এলাকা ও পৌর এলাকার যৌথখামারের মানুষ। র্দীঘদিনের এই সমস্যা নিরসনে নেয়নি কেউ কোন স্থায়ী উদ্যোগ, আর তাই বিশুদ্ধ পানির অভাবে ব্যাহত হচ্ছে জীবনযাপনসহ চাষাবাদ ব্যবস্থা।বান্দরবানের সদর উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদের অন্তর্গত রেইচা এলাকায় বর্তমানে ৮শত ২৫ পরিবারে বসবাস করছে প্রায় ১০হাজার মানুষ।
সৃষ্টিলগ্ন থেকে এই পাড়ায় রয়েছে তীব্র পানির সমস্যা। পাহাড়ী এলাকা হওয়ায় ওয়াসার পানির কোন লাইন না থাকায় ঝিড়ি থেকে পানি সংগ্রহ করে চলে তাদের দু:র্বিসহ জীবন আর গ্রীস্মকাল আসলেই পানির কষ্টের পরিমান বেড়ে যায় আরো কয়েকগুন। অন্যদিকে পৌর এলাকার যৌথখামার এলাকায় কোন গভীর নলকুপও নেই আর এতে বিশুদ্ধ পানির জন্য চরম কষ্টে দিনযাপন করছে সাধারণ মানুষ।
রেইচা এলাকার স্থানীয় বাসিন্দা মো.জলিল দি ক্রাইমকে বলেন,আমাদের এলাকায় বিশুদ্ধ পানির কোন সুব্যবস্থা নেই। পাশের ঝিড়ি থেকে পাড়ার মানুষ পানি সংগ্রহ করে তাদের জীবনযাত্রা পরিচালনা করে। তিনি আরো বলেন, গ্রীস্মকাল আসলে ঝিড়িতে পানি আরো কমে যায় আর এতে পানির কষ্ট বেড়ে যায় ।




