চন্দনাইশ প্রতিনিধি: এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি। এ প্রতিপাদ্য শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় চন্দনাইশ উপজেলা প্রশাসন বিশ্ব অটিজম দিবস পালন করেন।
শনিবার (২এপ্রিল) উপজেলা ভিডিও কনফারেন্স রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার, এনজিও সমিতির সভাপতি নুরুল হক, কৃঞ্চা দত্ত , ছাত্রলীগনেতা আশরাফ উদ্দিন রিয়াজ ও তাপস চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিবন্ধিদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ করেন।
Post Views: 425




