নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে’র সাবেক অর্থ সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সদস্য আব্দুর রউফ পাটোয়ারী আর নেই।
ব্রেইন স্ট্রোক করলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর শনিবার (২ এপ্রিল) রাত সোয়া একটার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক অর্থ সম্পাদক আবদুর রউফ পাটোয়ারীর প্রথম নামাজে জানাজা রবিবার (৩ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে সামনে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য আবদুর রউফ পাটোয়ারীর পৈত্রিক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের তারাকুচা গ্রামে। মৃত্যুকালে তিনি ছয় ভাই, ছয় বোন, অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সদা হাস্যোজ্জ্বল আব্দুর রউফ পাটোয়ারীর অকাল মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। তিনি দীর্ঘ সময় সহ-সম্পাদক হিসেবে কাজ করেন দৈনিক আজকের চট্টগ্রামে। সিইঊজে’র দৈনিক সাঙ্গু- প্রিয় চট্টগ্রাম ইউনিটের প্রধান ছিলেন।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




