ঢাকা ব্যুরো: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালে রাজধানীর পল্টনে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে পুলিশ। এতে সাংবাদিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় বলে অভিযোগ করেছেন জোটের নেতারা।
আন্দোলনকর্মীরা জানান, সংঘর্ষ চলাকালে এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে পল্টন মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



এদিকে পল্টন মোড়ে হরতালে পিকেটিংয়ের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া (৪৯) এবং কামরাঙ্গীরচর থানা কমিটির সদস্য সচিব নিজাম হোসেন (৩৫)। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বাম সংগঠনটির রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু জানান, তারা শান্তিপূর্ণভাবে সেখানে হরতাল কর্মসূচী পালন করছিলেন। তখন পুলিশ সদস্যরা তাদের উপর চড়াও হয়। তারা টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। ইটপাটকেলও নিক্ষেপ করে তারা। এতে বাচ্চুর থুতনিতে ও নিজামের হাতের কব্জিতে আঘাত লাগে। পরে তাদেরকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদের অবস্থা গুরুতর নয়। জরুরী বিভাগে তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
Post Views: 658



