দি ক্রাইম ডেস্ক: অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রাকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে দালালসহ ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী। আটকদের মধ্যে নারী–পুরুষ ও শিশু রয়েছে। গত শনিবার দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপের অদূরের সাগর থেকে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’র নৌ সদস্যরা এসব মালয়েশিয়াগামীকে আটক করতে সক্ষম হয়। অভিযানে তাদের বহনকারী কাঠের বোটটিও জব্দ করা হয়েছে। গতকাল রোববার নৌবাহিনীর গণমাধ্যমে উইং থেকে পাঠানো এক প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সেন্টমার্টিন্স থেকে ৩০ মাইল দক্ষিণ–পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করলে বোটটি না থেমে তার গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নৌবাহিনী জাহাজ তৎক্ষণাৎ বোটটিকে ধাওয়া করে আটক করে। এ সময় বোটে থাকা দালাল চক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সকল ব্যক্তি অবৈধভাবে মালয়েশিয়ায় গমনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপের ফলে সম্ভাব্য একটি বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।
আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বার্তায় জানায় নৌবাহিনী।




