ঢাকা ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলচ্চিত্র একটি শক্তিশালী গণমাধ্যম। একটি নাটক, সিনেমা, গান বা কবিতা দিয়ে অনেক কথা বলা যায়, যে কথাগুলো মানুষের অন্তরে গেঁথে যায়। মনের গহীনে গিয়ে বিশেষ আবেদন সৃষ্টি করতে পারে। মানুষকে ভাবাতে পারে। সেই আবেদন সৃষ্টি করার অসম্ভব ক্ষমতা চলচ্চিত্রের আছে।

বুধবার (২৩ মার্চ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই না, আমাদের এই শিল্প নষ্ট হয়ে যাক। আমাদের দর্শক টানতে হবে। মানুষ যাতে সিনেমা দেখে তার ব্যবস্থা করতে হবে। মনে রাখবেন- ভালো মানের চলচ্চিত্র নির্মাণ হলে, মানুষ হলে আসবেই। পরিবার-পরিজন নিয়ে দেখা যায়, তেমন সিনেমা যেমন তৈরি করতে হবে, তেমনি শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণটাও একান্তভাবে জরুরি।

আওয়ামী লীগ সরকার দেশের চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের চলচ্চিত্রকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য উপকরণও থাকতে হবে। আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলেছি। বিদেশে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনেক উন্নতমানের সিনেমা তৈরি হচ্ছে। আমি পরিচালকদের প্রতি আহ্বান জানাই, আপনারা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসুন।

হাতিরঝিলসহ আশপাশের এ এলাকাটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। বিএফডিসির নিয়মিত আয় বাড়ানো ও চলচ্চিত্র শ্যুটিং স্পটের উন্নয়নসহ নানাবিধ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প’বাস্তবায়িত হচ্ছে। বিএফডিসির অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধিকরণ এবং চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রে এফডিসির কার্যক্রম সম্প্রসারণ নামক আরো একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

 

ঢাকা ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলচ্চিত্র একটি শক্তিশালী গণমাধ্যম। একটি নাটক, সিনেমা, গান বা কবিতা দিয়ে অনেক কথা বলা যায়, যে কথাগুলো মানুষের অন্তরে গেঁথে যায়। মনের গহীনে গিয়ে বিশেষ আবেদন সৃষ্টি করতে পারে। মানুষকে ভাবাতে পারে। সেই আবেদন সৃষ্টি করার অসম্ভব ক্ষমতা চলচ্চিত্রের আছে।

বুধবার (২৩ মার্চ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই না, আমাদের এই শিল্প নষ্ট হয়ে যাক। আমাদের দর্শক টানতে হবে। মানুষ যাতে সিনেমা দেখে তার ব্যবস্থা করতে হবে। মনে রাখবেন- ভালো মানের চলচ্চিত্র নির্মাণ হলে, মানুষ হলে আসবেই। পরিবার-পরিজন নিয়ে দেখা যায়, তেমন সিনেমা যেমন তৈরি করতে হবে, তেমনি শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণটাও একান্তভাবে জরুরি।

আওয়ামী লীগ সরকার দেশের চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের চলচ্চিত্রকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য উপকরণও থাকতে হবে। আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলেছি। বিদেশে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনেক উন্নতমানের সিনেমা তৈরি হচ্ছে। আমি পরিচালকদের প্রতি আহ্বান জানাই, আপনারা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসুন।

হাতিরঝিলসহ আশপাশের এ এলাকাটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। বিএফডিসির নিয়মিত আয় বাড়ানো ও চলচ্চিত্র শ্যুটিং স্পটের উন্নয়নসহ নানাবিধ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প’বাস্তবায়িত হচ্ছে। বিএফডিসির অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধিকরণ এবং চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রে এফডিসির কার্যক্রম সম্প্রসারণ নামক আরো একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।