সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন দুই সাংবাদিকসহ তিনজন।আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকালে উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের বাইতুল ইজ্জতের হরিণতোয়ার রাস্তার মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়ার মোহাম্মদ তৌহিদ (২৮) ও মো. নাজমুল (২৭)।
আহতরা হলেন- নিহতদের একই এলাকার আবদুল কাদের (৪০), বাংলা টিভির সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম (৪০) ও দৈনিক খবরের কাগজের সাতকানিয়া উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম (২২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেরানীহাটমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বান্দরবানমুখী পুবালি পরিবহনের একটি বাসের নিচে ঢুকে যায়। এ সময় ওই মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্যে দুই জন বাসের নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তৌহিদ মারা যান। অপর আরোহী নাজমুলকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপর আরোহী কাদের সড়কে চলাচলরত সাংবাদিকবহনকারী আরেকটি মোটরসাইকেলের উপর ছিটকে পড়েন। এসময় সাংবাদিক সাইফুল ও আরিফ আহত হন। পরে তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




