দি ক্রাইম ডেস্ক: ঐক্য ও দেশপ্রেম থাকলে জাতি যে কোনো বাধা অতিক্রম করতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী গবেষণা পরিষদের উদ্যোগে চসিক পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমদ চৌধুরী।
ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাধীনতা-পরবর্তী সরকারের রাজনৈতিক অস্থিরতা, বিভক্তি ও অনিশ্চয়তার মধ্যে ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিনে পরিণত হয়। দেশের সেই ক্রান্তিকালে মেজর জেনারেল জিয়াউর রহমান নেতৃত্ব গ্রহণ করেন। সিপাহি–জনতার ঐক্যবদ্ধ আন্দোলন রাজনৈতিক সংকটের অবসান ঘটিয়ে স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করে। দেশ পায় নতুন দিকনির্দেশনা, যেখানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক স্বনির্ভরতা ও জনগণের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
তিনি আরও বলেন, অন্যদিকে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান শুধু শেখ হাসিনার পতন নয়; এটি জাতিকে গণতন্ত্র, ন্যায়বিচার, স্বাধীনতা ও জনাধিকার বিষয়ে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। ৭ নভেম্বরের মতোই জুলাইয়ের সেই জনআন্দোলন দেখিয়েছে—ঐক্য ও দেশপ্রেম থাকলে জাতি যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম।
প্রধান আলোচক প্রফেসর সিদ্দিক আহমদ বলেন, ৭ নভেম্বর জিয়াউর রহমান নেতৃত্ব গ্রহণ না করলে দেশ গভীর সংকটে পড়ত। তার হাত ধরেই রাষ্ট্রীয় নীতিতে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়।




