কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে একটি ট্রলারসহ ছয় রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মাছ ধরে ফেরার পথে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
অপহরণের শিকার জেলেরা হলেন– মো. আয়াছ, মো. ইয়াছিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়েত উল্লাহ ও রশিদ উল্লাহ। তারা টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ক্যাম্পের অনেক রোহিঙ্গা বাংলাদেশি জেলেদের সঙ্গে ট্রলার নিয়ে নদীতে মাছ ধরে আসছেন। গোপনে ক্যাম্প থেকে বেরিয়ে কেউ কেউ শ্রমিক হিসেবেও কাজ করছেন।
টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, টেকনাফের বাসিন্দা আবদুল মতলবের মালিকানাধীন একটি ট্রলার নিয়ে নাফ নদে মাছ ধরতে যান ওই ছয় রোহিঙ্গা নাগরিক। মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি এলে সন্ধ্যায় নাইক্ষ্যংদিয়া এলাকায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আরাকান আর্মি ট্রলারসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, একটি ট্রলারসহ ছয় রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর সত্য। শুনেছি। তারা ক্যাম্প থেকে বের হলেন কিভাবে–তা জানতে তদন্ত চলছে।




