স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পারফরম্যান্স বিবেচনায় এই আসরের সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন ভারতের তিনজন ক্রিকেটার। তবে বাংলাদেশের কেউ জায়গা পাননি সেরাদের একাদশে।

ভারতকে বিশ্বকাপ জিতিয়েও সেরা একাদশে জায়গা পেলেন না অধিনায়ক হারমানপ্রীত কৌর। ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিন জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। পাকিস্তান ও ইংল্যান্ডের এক জন ক্রিকেটার রয়েছেন দলে।

১১ জনের দলে তিন বিশেষজ্ঞ ব্যাটার, তিন পেস বোলিং অলরাউন্ডার, দুই স্পিন বোলিং অলরাউন্ডার, একজন উইকেটরক্ষক ও দুই বিশেষজ্ঞ স্পিনারকে রাখা হয়েছে।

বিশ্বকাপের সেরা একাদশ:

১) স্মৃতি মান্ধানা (ভারত)— বিশ্বকাপে ৪৩৪ রান করেছেন তিনি। সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। একটি শতরান ও দু’টি অর্ধশতরান করে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন মান্ধানা।

২) লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক)— উলভার্ট এই দলের অধিনায়ক। বিশ্বকাপে ৫৭১ রান করেছেন তিনি। দু’টি শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন। বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন উলভার্ট।

৩) জেমিমা রদ্রিগেজ (ভারত)— সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করে দলকে জিতিয়েছেন। বিশ্বকাপে একটি শতরান ও একটি অর্ধশতরানে ২৯২ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

৪) মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা)— বিশ্বকাপের অন্যতম সেরা অলরাউন্ডার। ২০৮ রান করেছেন। পাশাপাশি ১২ উইকেট নিয়েছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন।

৫) অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া)— বিশ্বকাপের আরও এক দুর্দান্ত অলরাউন্ডা। দুটি শতরানের সাহায্যে করেছেন ৩২৮ রান। নিয়েছেন ৭ উইকেট।

৬) দীপ্তি শর্মা (ভারত)— বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। ব্যাট হাতে ২১৫ রান করেছেন। আর বল হাতে আসরে সবচেয়ে বেশি (২২) উইকেট নিয়েছেন। ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট।

৭) অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)— ১১৭ রান করেছেন। পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন। বিশ্বকাপে নজর কেড়েছেন এই অলরাউন্ডার।

৮) নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা)— বিশ্বকাপে ভালো খেলেছেন ডি ক্লার্ক। ব্যাট হাতে ২০৮ রান করেছেন। আর বল হাতে ৯ উইকেট নিয়েছেন।

৯) সিদরা নাওয়াজ (পাকিস্তান)— আসরে ৬২ রান করেও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। তবে চারটি ক্যাচ ধরেছেন এবং চারটি স্টাম্পিং করেছেন।

১০) আলানা কিং (অস্ট্রেলিয়া)— আসরে ১৩ উইকেট নিয়েছেন। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচেই নিয়েছেন ৭ উইকেট। আসরে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি টার্ন পেয়েছেন তিনি।

১১) সোফি ইকলেস্টোন (ইংল্যান্ড)— বিশ্বকাপে ইংল্যান্ড ফাইনালে উঠতে না পারলেও নজর কেড়েছেন ইকলেস্টোন। ১৬ উইকেট নিয়েছেন তিনি। ফলে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

দ্বাদশ ক্রিকেটার—

ন্যাট শিভার ব্রান্ট (ইংল্যান্ড)— ইংল্যান্ডের অধিনায়ক এ বারের বিশ্বকাপে একটি শতরানের সাহায্যে ২৬২ রান করেছেন। পাশাপাশি ৯ উইকেটও নিয়েছেন। ফলে দ্বাদশ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে তাকে।

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পারফরম্যান্স বিবেচনায় এই আসরের সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন ভারতের তিনজন ক্রিকেটার। তবে বাংলাদেশের কেউ জায়গা পাননি সেরাদের একাদশে।

ভারতকে বিশ্বকাপ জিতিয়েও সেরা একাদশে জায়গা পেলেন না অধিনায়ক হারমানপ্রীত কৌর। ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিন জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। পাকিস্তান ও ইংল্যান্ডের এক জন ক্রিকেটার রয়েছেন দলে।

১১ জনের দলে তিন বিশেষজ্ঞ ব্যাটার, তিন পেস বোলিং অলরাউন্ডার, দুই স্পিন বোলিং অলরাউন্ডার, একজন উইকেটরক্ষক ও দুই বিশেষজ্ঞ স্পিনারকে রাখা হয়েছে।

বিশ্বকাপের সেরা একাদশ:

১) স্মৃতি মান্ধানা (ভারত)— বিশ্বকাপে ৪৩৪ রান করেছেন তিনি। সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। একটি শতরান ও দু’টি অর্ধশতরান করে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন মান্ধানা।

২) লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক)— উলভার্ট এই দলের অধিনায়ক। বিশ্বকাপে ৫৭১ রান করেছেন তিনি। দু’টি শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন। বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন উলভার্ট।

৩) জেমিমা রদ্রিগেজ (ভারত)— সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করে দলকে জিতিয়েছেন। বিশ্বকাপে একটি শতরান ও একটি অর্ধশতরানে ২৯২ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

৪) মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা)— বিশ্বকাপের অন্যতম সেরা অলরাউন্ডার। ২০৮ রান করেছেন। পাশাপাশি ১২ উইকেট নিয়েছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন।

৫) অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া)— বিশ্বকাপের আরও এক দুর্দান্ত অলরাউন্ডা। দুটি শতরানের সাহায্যে করেছেন ৩২৮ রান। নিয়েছেন ৭ উইকেট।

৬) দীপ্তি শর্মা (ভারত)— বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। ব্যাট হাতে ২১৫ রান করেছেন। আর বল হাতে আসরে সবচেয়ে বেশি (২২) উইকেট নিয়েছেন। ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট।

৭) অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)— ১১৭ রান করেছেন। পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন। বিশ্বকাপে নজর কেড়েছেন এই অলরাউন্ডার।

৮) নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা)— বিশ্বকাপে ভালো খেলেছেন ডি ক্লার্ক। ব্যাট হাতে ২০৮ রান করেছেন। আর বল হাতে ৯ উইকেট নিয়েছেন।

৯) সিদরা নাওয়াজ (পাকিস্তান)— আসরে ৬২ রান করেও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। তবে চারটি ক্যাচ ধরেছেন এবং চারটি স্টাম্পিং করেছেন।

১০) আলানা কিং (অস্ট্রেলিয়া)— আসরে ১৩ উইকেট নিয়েছেন। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচেই নিয়েছেন ৭ উইকেট। আসরে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি টার্ন পেয়েছেন তিনি।

১১) সোফি ইকলেস্টোন (ইংল্যান্ড)— বিশ্বকাপে ইংল্যান্ড ফাইনালে উঠতে না পারলেও নজর কেড়েছেন ইকলেস্টোন। ১৬ উইকেট নিয়েছেন তিনি। ফলে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

দ্বাদশ ক্রিকেটার—

ন্যাট শিভার ব্রান্ট (ইংল্যান্ড)— ইংল্যান্ডের অধিনায়ক এ বারের বিশ্বকাপে একটি শতরানের সাহায্যে ২৬২ রান করেছেন। পাশাপাশি ৯ উইকেটও নিয়েছেন। ফলে দ্বাদশ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে তাকে।