প্রেস বিজ্ঞপ্তি: রোটারি ক্লাব অফ চিটাগাং মেরিন সিটির ৯ম চার্টার ডে অনুষ্ঠানটি নগরের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। রোটারিয়ান আইপিপি ক্যাপ্টেন আতাউর রহমান পিএইচএফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং ক্লাবের সভাপতি রোটারিয়ান তাহিয়া কবির এবং রোটারিয়ান মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রোটারিয়ান পিডিজি মোঃ আব্দুল আউয়াল পিএইচএফ-এর ডি এমডি।
বিশেষ অতিথি ছিলেন- রোটারিয়ান পিডিজি আব্দুল আহাদ পিএইচএফ-এর ডি এমডি এবং রোটারিয়ান পিডিজি এম. আতাউর রহমান পীর, এমপিএইচএফ-এর এমসি।
এছাড়াও অনুষ্ঠানে রিপসা টিমের কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান ফেরদৌস আরা বেগম পিএইচএফ, পিপি রোটারিয়ান সালমা রহমান মনি পিএইচএফ, পিপি রোটারিয়ান রেজাউল করিম রেজা পিএইচএফ এবং পিপি রোটারিয়ান মোঃ মনিরুজ্জামান এমপিএইচএফ-এর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতিতে, ক্লাবটি তার বিভিন্ন ক্লাব কার্যক্রমের পাশাপাশি দু’টি সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। যার মধ্যে কল্যাণ প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধা বাসতী নগর স্কুলে দু’টি সেলাই মেশিন এবং সিলিং ফ্যান দান করা হয়।
এছাড়াও, আয়োজক ক্লাব- রোটারি ক্লাব অফ চিটাগাং মেরিন সিটি এবং সহ-আয়োজক ক্লাব- রোটারি ক্লাব অফ গ্রেটার চট্টগ্রাম এবং রোটারি ক্লাব অফ চিটাগাং ইস্টের যৌথ উদ্যোগে চিকিৎসা সেবার জন্য প্রায় এক লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।




