প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে শামসুল করিম লিটনকে (বোয়ালখালী) সভাপতি ও মোঃ আকবর আলী (সদর) সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী শক্তিশালী চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়। গত ২৫ অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভায় চট্টগ্রামের প্রত্যেক উপজেলা ও সদর নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষনা করা হয়।
কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি শামসুল করিম লিটন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এস.এম সালাউদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, অর্থ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয় প্রমুখ নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কর্মকর্তারা দলিল লেখকদের অধিকার আদায়ের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




