নিজস্ব প্রতিবেদক: গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই। যারা সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারাই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়, তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়। কারণ তারা তাদের সন্ত্রাসী, লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে। তারা চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক। কারণ জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলে তারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, দখল আর ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।
আজ বৃহস্পতিবার(১৬ অক্টোবর)৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিংয়ে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
সভা সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

বক্তব্য রাখেন, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, চট্টগ্রাম-৮ আসনের এমপি প্রার্থী ডাঃ আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, বোয়ালখালী উপজেলা আমীর ডাঃ খোরশেদ আলম, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দীন, আনোয়ারা উপজেলা আমীর মাষ্টার আবদুল গণি, কর্ণফুলী উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী, কালারপোল থানার আমীর মাষ্টার নাছির উদ্দীন, সাতকানিয়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী সহ প্রমুখ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, জনগণ পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এই পদ্ধতি সম্পর্কে ভিন্নমত পোষণ করার অধিকার আছে, কিন্তু এ দাবি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কারও নেই। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতির বিষয়টি অন্তর্ভুক্ত করে নভেম্বরের মধ্যে গণভোট দিতে সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের স্বার্থে জামায়াত সংস্কারে অনেক ছাড় দিয়েছেন। কিন্তু জাতির স্বার্থে অন্যান্য বড় দল কোন ছাড় দেয়নি। সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে। সরকার মূলতঃ নিজেদের পায়ে কুঠারাঘাত করবে। জনগণকে আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থার দিকে ঠেলে না দিয়ে ৫ দফা দাবি মেনে নিতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
Post Views: 92