নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় গত শুক্রবার (১০অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় ৪ বসত ঘরে চুরির সংবাদ পাওয়া গেছে। চুরি হয়েছে ৪ বসত ঘর থেকে ৪ভরি ওজনের স্বর্ণালংকার ও ৬২হাজার নগদ টাকা। উপজেলার পশ্চিম কলাউজান মরিচ্যা পাড়ায় চুরির এ ঘটনা ঘটেছে।
চুরির ঘটনায় ক্ষতিগ্রস্থ ৪পরিবারের মধ্যে রয়েছে পশ্চিম কলাউজান খতিবিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা বদুরুল কাদের ওরফে বদুরু হুজুর, ছালেহা বেগম, মোহাম্মদ ইসলাম ও প্রবাসী নুরুল ইসলাম।
জানা গেছে, ঘটনার রাতে বদুরু হুজুরের ঘরে কেউ না থাকার সুযোগে কৌশলে ঢুকেছে চোর। অপর ৩ ঘরেও নানা কৌশলে চোর ঢুকে নিয়ে যায় নগদ টাকা ও স্বর্ণালংকার। এই চুরির ব্যপারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Post Views: 132




