ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় একাধিক বিবাহের নায়ক ও চীন প্রবাসী আহসান হাবীব পারভেজের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। তৃতীয় স্ত্রী নওশিন লাইসা মীমের দায়ের করা মামলায় পলাতক আসামী (ওয়ারেন্ট ভুক্ত) শুক্রবার ভোররাতে নিজবাড়ি থেকে ভেড়ামারা থানা পুলিশ আহসান হাবীব পারভেজ কে আটক করে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ভেড়ামারা শহরের মঠ পাড়া এলাকার মোকাব্বর হোসেনের পুত্র চীন প্রবাসী আহসান হাবীব পারভেজ এ পর্ষন্ত ৪টি বিয়ে করেছে।
বিয়ে করার পর সন্তান জন্ম দিয়ে সেই বৌকে ভালো না লাগেলে আবার সে নতুন বিয়ে করে। তার ৩০ বছর বয়সের মধ্যে এক হালি পূর্ণ করেছে। আহসান হাবীব পারভেজ প্রথম বিয়ে করেন, বগুড়ার শেরপুরের রিপা খাতুন নামের একটা মেয়েকে। পরবর্তীতে রিপা খাতুন যখন বুঝতে পারে পারভেজ লুচ্চা প্রকৃতির তখন সে তাকে তালাক দেয়।
ভেড়ামারার এক বিশিষ্ট কসমেটিক ব্যবসায়ীর মেয়ে লিপি খাতুন কে বিয়ে করে। লিপির কোলজুড়ে সন্তান আসলে পারভেজ বলে তোমাকে আর ভালো লাগেনা। লিপির বর্তমানে ৮ বছর বয়সি একটা কন্যা রয়েছে। তার সাথে বিবাহ বিছেদ হয়। ৩য় বিবাহ করে কুষ্টিয়া শহরের লাহিনী মিলস এলাকার এম এম মান্নানের মেয়ে নওশিন লাইসা মীম এর সাথে। ৪র্থ বিবাহ করে রংপুরের মিতালী খাতুন নামের আরেক মেয়ে কে। ৩য় স্ত্রী কুষ্টিয়া শহরের লাহিনী মিলস এলাকার এম এম মান্নানের মেয়ে নওশিন লাইসা মীম কুষ্টিয়ায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বামী আহসান হাবীব পারভেজসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলা নং-৯৪০/২০২৩। উক্ত মামলায় স্বামী আহসান হাবীব পারভেজসহ ৩ জনের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারী করে। শুক্রবার ভোররাতে ভেড়ামারা থানা পুলিশ আহসান হাবীব পারভেজ কে আটক করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, কুষ্টিয়ায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কতৃক আহসান হাবীব পারভেজসহ ৩ জনের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারী করে। শুক্রবার ভোররাতে নিজবাড়ি থেকে ভেড়ামারা থানা পুলিশ আহসান হাবীব পারভেজ কে আটক করেছে।




