সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়ায় এক গৃহবধূকে পরিকল্পিতভাবে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী, উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, জামায়াত নেতা খোরশেদ আলম, মোজাফ্ফর আহমদ, মনজুর আলম ও মো. নোমান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গৃহবধূ শাহিন আক্তারকে স্বামীসহ তার শশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। বিষয়টি আমরা কোনভাবেই মানতে পারছি না।

পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, এ ঘটনায় মামলায় শেষ কথা নয়, বিষয়টির সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নিতে হবে। না হয় সর্বস্তরের জনতা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে পিছপা হবে না।

প্রসঙ্গত, গত (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া গ্রামের শশুর বাড়ি থেকে গৃহবধূ শাহিন আক্তারের ঝুলন্ত মারদেহ উদ্ধার করেন পুলিশ। ২০২২ সালে পারিবারিকভাবে শাহিন আক্তারের সাথে ওই এলাকার জামাল হোসেনের বিবাহ হয়। তাদের সংসারে জিহান ও জায়েফা নামে দু’টি সন্তান রয়েছে। এ ঘটনায় গৃহবধূর বড় ভাই মোক্তার হোসেন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়ায় এক গৃহবধূকে পরিকল্পিতভাবে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী, উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, জামায়াত নেতা খোরশেদ আলম, মোজাফ্ফর আহমদ, মনজুর আলম ও মো. নোমান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গৃহবধূ শাহিন আক্তারকে স্বামীসহ তার শশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। বিষয়টি আমরা কোনভাবেই মানতে পারছি না।

পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, এ ঘটনায় মামলায় শেষ কথা নয়, বিষয়টির সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নিতে হবে। না হয় সর্বস্তরের জনতা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে পিছপা হবে না।

প্রসঙ্গত, গত (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া গ্রামের শশুর বাড়ি থেকে গৃহবধূ শাহিন আক্তারের ঝুলন্ত মারদেহ উদ্ধার করেন পুলিশ। ২০২২ সালে পারিবারিকভাবে শাহিন আক্তারের সাথে ওই এলাকার জামাল হোসেনের বিবাহ হয়। তাদের সংসারে জিহান ও জায়েফা নামে দু’টি সন্তান রয়েছে। এ ঘটনায় গৃহবধূর বড় ভাই মোক্তার হোসেন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।