নিজস্ব প্রতিবেদক: সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩১ বার তোপধ্বনির,এবংএকই সময়ে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ ) সকাল ৯ টায় শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক।

পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন, মুক্তিযোদ্ধা সংসদ, পিবিআই চট্টগ্রাম মেট্রো, পিবিআই চট্টগ্রাম জেলা, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই চট্টগ্রাম জেলা, পানি উন্নয়ন বোর্ড, রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম জেলা আনসার কমান্ডার, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম কারাগার, পরিবেশ অধিদফতর, পরিচালক -স্বাস্থ্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এবং সকাল ৯.৩০ টায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়।

আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান আঞ্চলিক তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এর নেতৃত্বে আঞ্চলিক তথ্য অফিস(পি আই ডি)চট্টগ্রামের সকল কর্মকর্তা কর্মচারি বৃন্দ শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ।এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে জাতির পিতা এবং পরিবারের সকলের জন্য মাগফিরাত ও দোয়া কামনা করা হয়।এছাড়া এ উপলক্ষে স্থানী পত্রিকায় ফিচার প্রকাশ করা হয়।
Post Views: 588



