চকরিয়া অফিস: কক্সবাজারের চকরিয়ায় সড়ক ডাকাতির প্রস্তুতিকালে জনতার সহায়তায় ২ ডাকাত ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ১জন সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (০৩ মে) ভোরে তাদেরকে আটক করা হয়েছে।

আটকৃত ডাকাতরা হলেন-সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী মাঝের পাড়ার মো. বাবুলের ছেলে মো. জমির উদ্দিন (২১), একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, চকরিয়া-বদরখালী সড়কের ৬-৭ জনের ডাকাত ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জনতার সহায়তা দুই ডাকাত হাতে নাতে ধরতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে গেছে।

অন্যদিকে পুলিশের একটি টিম সারারাত বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে জি আর সাজাপ্রাপ্তসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মাহমুদুল করিম, সাইফুল্লাহ প্রকাশ রুকুন উদ্দিন (৪২) ও নুরুল আবছার (৪৪)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম ডাকাত আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চকরিয়া অফিস: কক্সবাজারের চকরিয়ায় সড়ক ডাকাতির প্রস্তুতিকালে জনতার সহায়তায় ২ ডাকাত ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ১জন সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (০৩ মে) ভোরে তাদেরকে আটক করা হয়েছে।

আটকৃত ডাকাতরা হলেন-সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী মাঝের পাড়ার মো. বাবুলের ছেলে মো. জমির উদ্দিন (২১), একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, চকরিয়া-বদরখালী সড়কের ৬-৭ জনের ডাকাত ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জনতার সহায়তা দুই ডাকাত হাতে নাতে ধরতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে গেছে।

অন্যদিকে পুলিশের একটি টিম সারারাত বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে জি আর সাজাপ্রাপ্তসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মাহমুদুল করিম, সাইফুল্লাহ প্রকাশ রুকুন উদ্দিন (৪২) ও নুরুল আবছার (৪৪)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম ডাকাত আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।