নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান গ্রামে ৬০ বছরের জয়নাব বেগম নামে এক গৃহিনীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত ১ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ লাশ উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশ।
পূর্ব কলাউজান গোলার বাপের বাড়ীর নিজ শয়নকক্ষে ছাদের গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এ গৃহিনীর লাশ পাওয়া যায়। গৃহিনী জয়নাব বেগম আব্দুল আলিমের স্ত্রী বলে জানান ইউপি সদস্য মো. আইয়ুব আলী।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এ মৃত্যুর রহস্য।
Post Views: 195




