নুরুল ইসলাম: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যাপক আলাপ-আলোচনার মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার (০৯ মে) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে ১১জন মনোনয়নপত্র দাখিল করেছেন রিটার্নিং অফিসার কার্যালয়ে।
এদিন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিল করেছেন যাঁরা এর মধ্যে চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ ছৈয়দ, আওয়ামীলীগ নেতা মো: শহিদুল করিম সেলিম ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সরওয়ার মামুন, যুবলীগ নেতা মো: জমিল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ফরহাদুল ইসলাম।
সংরক্ষিত আসনে (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহীন আক্তার ও জেসমিন আক্তার।




