লিটন কুতুবী,কুতুবদিয়া: আগামীকাল বুধবার (০৮ মে) সারাদিন ইভিএম মেশিনের মধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমধাপে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএম এর মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম।
এদিকে নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার ০৭ মে হতে ০৯ মে পর্যন্ত তিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য ছয় ইউনিয়নে ৬জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং চার স্থরের পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোক মাঠে থাকবে বলে ইউএনও মোঃ মঈনুল হোসেন চৌধুরী নিশ্চিত করেন। মঙ্গলবার ০৭ মে সকাল থেকে ৩৭টি ভোট কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ইভিএম মেশিন, জনবল পৌছে দিয়েছে। সন্ধ্যা নাগাদ প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে।
এবারের কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী তিন জন, যথাক্রমে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবদিয়া উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান বড়ঘোপ ইউনিয়নের মাতবর বাড়ির আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী (প্রতীক মোটরসাইকেল), তারই আপন ভাতিজা একই পরিবারের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি,সাবেক কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মরহুম এরশাদুল হাবিব রুবেলের ছোট ভাই ব্যারিষ্টার হানিফ বিন কাসেম (প্রতীক ঘোড়া) উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার বাড়ির মৌলভী আছহাব উদ্দিন (প্রতীক আনারস) নিয়ে প্রচার প্রচারনায় চালিয়ে যাচ্ছে মাঠে ঘাটে বাজারে পাড়া মহল্লায়।
এদিকে একই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে নির্বাচনে লড়ছেন উত্তর কৈয়ারবিলের বাসিন্দা দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক আকরব খাঁন (প্রতীক উড়োজাহাজ) উত্তর ধুরুং ইউনিয়নের তালুকদার বাড়ির আওমীলীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার (প্রতীক বই) উত্তর ইউনিয়নের বাসিন্দা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হক (প্রতীক চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী বর্তমানসহ দু’বার মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি (প্রতীক কলসি) কুতুবদিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মেহেরুন্নেছা (প্রতীক ফুটবল)।
প্রার্থীরা নিজ গুনে পরিচয় দিয়ে সমর্থন আর ভোটারের মন জয় করে নেয়ার জন্য মাঠে,ঘাটে, হাট- বাজারে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। আগামী ৮মে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন কুতুবদিয়া উপজেলা প্রথমধাপে ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,বাংলাদেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনায় প্রথমধাপে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে ইভিএম ব্যবহারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ৬ ইউনিয়নে মোট ৩৭টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। মোট ভোটার ৯৭১৭০জন। পুরুষ ভোটার-৫১,৫৬৯ জন,মহিলা ভোটার ৪৫,৬০১জন।
এই তাপপ্রবাহে প্রার্থীরা নিজ গুণের কথা উপস্থাপন করে ভোটাদের মন জয় করে নেয়ার জন্য হাউস ক্যাম্পিং চালিয়ে যাচ্ছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দৌড় ঝাঁপ চোখে পড়ার মতো।
এদিকে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে কুতুবদিয়া উপজেলার ৬ইউনিয়নে ৩৭টি ভোট কেন্দ্রে ইভিএম মেশিনের মধ্যমে ভোট গ্রহণের পরিবেশ সৃষ্টি,প্রিসাইডিং পুলিংদের দুই দিন(২৯,৩০ এপ্রিল) ব্যাপী ইভিএম প্রশিক্ষণ, আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ,আনসার তালিকা তৈরী করে সুষ্টু নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে নিশ্চিত করেন উপজেলা প্রশাসন ইউএনও মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
আগামী ২৯,৩০ এপ্রিল দু’দিন ব্যাপী ইভিএম মেশিন ব্যবহারের মাধ্যমে ভোট কিভাবে গ্রহণ করা হবে এবং ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রিসাইডিং,পুলিং,সরকারি কর্তাদের প্রশিক্ষণের আযোজন করা হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম।
অপর দিকে প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে সরাসরি উপস্থিতিতে ভোট গ্রহণ করে জয় পরাজয় নিশ্চিত করার দাবী করেন। কাল বুধবার( ০৮ মে) নির্বাচন কমিশনের তফশিল ঘোষনার মোতাবেক উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।




