ইউসুফ হোসাইন (লালপুর) নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ২য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন।
চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, হাসেম আলী ডিলার, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান।ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মানোয়ার হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান মিল্টন ও নাহারুল ইসলাম।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার বানু ও মাহাফুজা খাতুন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।




