প্রেস বিজ্ঞপ্তি: সাতকানিয়া “মির্জাখীল দরবার শরীফ” যাহা দু’শত বছরের অধিক সময় ধরে ত্বরিকতের প্রচার ও প্রসারের প্রাণকেন্দ্র হিসেবে ইসলাম ও তাসাউফের মর্মবানী প্রচারে জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির কল্যাণ সাধনে প্রতিষ্ঠিত।
“সিলসিলায়ে আলীয়া কাদেরীয়া জাহাঁগীরিয়ার” প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ দ্বীন ও মাজহাবের উজ্জ্বল নক্ষত্র ১ম শাহ জাহাঁগীর শেখুল আরেফীন হযরত সৈয়দ মৌলানা মোখলেছুর রহমান (ক.) এর সুযোগ্য পুত্র ও সাজ্জাদানশীন ২য় শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন হযরত সৈয়দ মৌলানা মোহাম্মদ আব্দুল হাই (ক.) এর সাজ্জাদানশীন ৩য় শাহ জাহাঁগীর রুহুল আরেফীন হযরত সৈয়দ মৌলানা মোহাম্মদ মাহাবুবুর রহমান শাহ (ক.) প্রকাশ মাইজ্যামিয়া ছাহেব কাবেলা এর তিনদিন ব্যাপী (১৯-২১ জানুয়ারি) ৪৮তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
গত ১৯, ২০ ও ২১ জানুয়ারি মাজার মাঠ প্রাঙ্গণে বার্ষিক ওরশ শরীফে উপলক্ষ্যে মাজারে গিলাফ প্রদান, জুমা ও পাঞ্জেগানা নামাজ আদায়, খতমে কোরান, তাকরির মাহফিল, মিলাদ শরীফ, ছেমা মাহফিল, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র দাড়ি মোবারক জিয়ারত, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ করার মাধ্যমে শেষ হয়।
বার্ষিক ওরশ শরীফে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত করেন ৩য় শাহ জাহাঁগীর কর্তৃক মনোনীত দরবারের বর্তমান সাজ্জাদানশীন আওলাদে রাসুল (সাঃ) গৌছে জামান, কুতুবে দাওরান, ফয়জানে জাহাঁগীর ৪র্থ শাহ্ জাহাঁগীর নূরুল আরেফীন হযরত সৈয়দ মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদ শাহ্ প্রকাশ নূর মিয়া (ম.জি.আ)।
উনারই নায়েবে সাজ্জাদাহ ৫ম শাহ্ জাহাঁগীর জয়নুল আবেদীন হযরত সৈয়দ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান শাহ্ ও শাহজাদা ছৈয়দ মুহাম্মদ জজ্জিছুর রহমান বায়েজিদ শাহ্ (ম.জি.আ) এর যৌথ পরিচালনায় শাহজাদা ছৈয়দ মুহাম্মদ ছিবগাতুর রহমান মারুফ শাহ্ (ম.জি.আ) এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ভারতের গুজরাট থেকে আগত নুরুল আরেফিন এর খলিফা হযরত সূফী মুহাম্মদ মোনাফ বাবা চিশতী জাহাঁগীরি (ম.জি.আ) ও ভারতের মধ্যমপ্রদেশ থেকে আগত হযরত সূফী ছৈয়দ নজর আলী শাহ্ কালন্দরি জাহাঁগীরি (ম.জি.আ)।
এতে আনজুমানে আশরাফিয়া এর চট্টগ্রাম জেলার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শফিউল হক আশরাফি, মাওলানা মুর্শেদুল আলম আশরাফি, মাওলানা ইমদাদুল হক, মাওলানা হাফেজ জামাল উদ্দিন, এস, এম, আলমগীর সহ দেশ বিদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, সুফিবাদী গবেষক, ইসলামী বুদ্ধিজীবী, ওলামা-এ-কেরামগণ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সুফি, গবেষক, সাংবাদিক, হাজার হাজার আশেকানে ভক্ত, মুরিদানগণ উপস্থিত ছিলেন।




