প্রেস বিজ্ঞপ্তি: পূণ্যতিথি উত্তরায়ণ সংক্রান্তি উদযাপন উপলক্ষে মধ্য শাকপুরা (নাথপাড়া) সার্বজনীন শ্রী শ্রী বুড়া কালি মাতৃ মন্দিরের উদ্যোগে শ্রী বিগ্রহের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব আয়োজন করা হয়েছে।গতকাল সোমবার ১৫ ও আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ২দিন ব্যাপী অনুষ্ঠান মালার প্রথম দিন ১৫ জানুয়ারি এক মহতি ধর্মসভা ও মহোৎসব উদযাপন কমিটির সভাপতি তপন চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আশির্বাদক ছিলেন- দানশীল ব্যক্তিত্ব সাধক ডালিম বড়ুয়া।
প্রধান অতিথি ছিলেন ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক নেতা বাদল চন্দ্র দাশ।
উদ্বোধক ছিলেন দানশীল ব্যক্তি ও জাতীয় হিন্দু নেতা সুজিত কুমার বিশ্বাস মন্টু।
প্রধান বক্তা ছিলেন রাউজান বাদশা মাবিয়া কলেজের অধ্যাপক প্রদীপ দে।
বিশেষ বক্তা ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া ও ইকবালপার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাদল কান্তি নাথ।
বিশেষ অতিথি ছিলেন শাকপুরা রাস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী আকাশ, মাতৃমন্দির প্রতিষ্ঠা স্থায়ী কমিটির সভাপতি বাবলা চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক বিশুরাম বোস সাটু, এডভোকেট ছোটন কান্তি বোস।
মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী রাজীব ও ত্রয় চৌধুরী রবিন এর উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নীল মনি নাথ, মিলন দেবনাথ, উদযাপন কমিটির কার্যকরী সভাপতি প্রকৌশলী ছোটন চৌধুরী, সহ কার্যকরী সভাপতি ইউপি মেম্বার রনি চৌধুরী, সহ- সভাপতি ডালিম চৌধুরী,সুভাস চৌধুরী টাংকু, বিশ্বজিৎ চৌধুরী বিশু, রাজু চৌধুরী প্রমুখ।
সভাশেষে এলাকার ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক এবং নৃত্যানুষ্টান অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালায় উপস্থিত অতিথি ও ভক্তবৃন্দের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।




