গাজীপুর জেলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রাথী মো. জয়নাল আবেদীন নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি। আজ শনিবার (০৬ জানুয়ারী) বাদ মাগরিব তার নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, একটি বেসরকারি চ্যানেলে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রনোদিত।
তিন আরো বলেন, আমি নির্বাচনে আছি এবং শেষ পর্যন্ত থাকবো। আমি আমার প্রতিটি কেন্দ্রে এজেন্ট দিয়েছি, কোন কেন্দ্রে এজেন্ট বাকী নাই। কিন্তু বেসরকারি চ্যানেল কোথায় থেকে পাইছে গাজীপুর-২ আসনে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তা আমার জানা নেই।
তিনি আরো বলেন, এ ব্যাপারে কোন সাংবাদিক বা বেসরকারি চ্যানেলের প্রতিনিধি আমার সাথে কথা বলেনি। তারা উদ্দেশ্য প্রনোদিতভাবে কয়েক বার সংবাদটি প্রচার করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি গাজীপুর-২ আসনের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এইচ এম আলাউদ্দিনসহ জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।




