চৌদ্দগ্রাম প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ করেছে জেলা রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান। সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তিনি ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৬ প্রার্থী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক এমপি, স্বতন্ত্র প্রার্থী চৌদ্দগ্রাম পৌরসভা সাবেক মেয়র মিজানুর রহমান মিজান , জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তফা কামাল, ইসলামী ঐক্যজোট প্রার্থী মুফতি মোঃ খোরশেদ আলম, জাকের পার্টির মনোনীত প্রার্থী মোঃ শাহ আলম মোল্লা সহ ৫জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন; স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, আবদুস সাত্তার মজুমদার, এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম, যুবলীগ নেতা মিয়া নিজাম উদ্দিন, গণফোরাম থেকে এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর ও জসিম উদ্দিন।
যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, যাদের মনোনয়ন পত্র বাতিল হিসেবে ঘোষণা করা হয়েছে তাদের হাইকোর্ট থেকে আপিল করার সুযোগ রয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ থেকে স্বতন্ত্র প্রার্থী চৌদ্দগ্রাম পৌরসভা সাবেক মেয়র মিজানুর রহমান মিজান এর মনোনয়ন পত্র বৈধতা ঘোষণার পর সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে সাবেক মেয়র মিজানুর রহমান জানান, আল্লাহর রহমতে আমার মনোনয়ন পত্র বৈধতা হিসেবে স্বীকৃতি পেয়েছি আল্লাহর দরবারে লাকো শুকরিয়া। চৌদ্দগ্রামের ৫ লক্ষ জনতা আমার সাথে আছে। একটি স্মার্ট চৌদ্দগ্রাম ও সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি চৌদ্দগ্রাম গড়ার লক্ষ্যে আমি দীর্ঘদিন যাবৎ অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি ও সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আমি দলের কাছে মনোনয়ন চেয়েছি কিন্তু পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতি মধ্যে ঘোষণা দিয়েছে যে প্রতিটি আসনে ভোটারদের উপস্থিতির মাধ্যমে ও জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে প্রার্থীরা যাঁরা মনোনয়ন পায়নি তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে। চৌদ্দগ্রামের ৫ লক্ষ মানুষের শান্তির লক্ষে ও একটি স্মার্ট চৌদ্দগ্রাম হিসেবে রুপান্তরিত করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য আমি এখন থেকে পুস্তুত এবং সকলের সহযোগিতা কামনা করি।
নির্বাচন কমিশনারের উদ্দেশ্য করে তিনি বলেন, এই চৌদ্দগ্রামে প্রতিটি ইউনিয়নে সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য জনগণ যেনো তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের প্রার্থীকে বিজয় করতে পারে এতটুকু নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান ।
তিনি আরও বলেন, ৭ জানুয়ারী জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবো ইনশাআল্লাহ। তাই সকল ভোটারদের দোয়া কামনা করেন মিজানুর রহমান মিজান।
এই সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, আলকরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম এ শাহীন মজুমদার, কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ নয়ন, সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন শান্ত, পৌরসভা সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম কামাল, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা সামছুল হক ও যুবলীগ নেতা রিপন সহ পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ।




