বাঁশখালী প্রতিনিধি: আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসনে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতা করার লড়াইয়ে মনোনয়ন দাখিলের শেষদিন এ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মো. ফখরুজ্জামানের কাছে ১০ জন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের কার্যালয়ে ৩জন।
মনোনয়ন ফরম জমা দেয়া প্রার্থীরা হচ্ছেন, বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী (আওয়ামী লীগ), দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি মুজিবুর রহমান সিআইপি (স্বতন্ত্র), আব্দুল্লাহ কবির লিটন (স্বতন্ত্র), মাহমুদুল ইসলাম চৌধুরী (জাতীয় পার্টি), কামাল মোস্তফা চৌধুরী (জাসদ), আশীষ কুমার শীল (ন্যাপ), মো. খালেকুজ্জামান (স্বতন্ত্র), মোহাম্মদ এমরানুল হক (স্বতন্ত্র), মুহাম্মদ মামুন আবছার (এসপিপি), আবদুল মালেক (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. মহিউল আলম চৌধুরী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. শফকত হোসাইন চাটগামী (ইসলামী ঐক্যজোট), এম জিল্লুর করিম শরীফি (বাংলাদেশ কংগ্রেস)।
দীর্ঘদিন ধরে বাঁশখালী আওয়ামী লীগে দলীয় কোন্দল ও রাজনৈতিক অবহেলায় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী গ্রুপ, সিআইপি মুজিবুর রহমান গ্রুপ ও আব্দুল্লাহ কবির লিটন গ্রুপ নামে ৩টি বলয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। এই ৩ গ্রুপের আলাদা আলাদা শক্তি মাঠে প্রদর্শন ছিল মানুষের মুখে মুখে। আসন্ন নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিগত দুইবারের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। দলীয় মনোনয়নে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি মুজিবুর রহমান সিআইপি এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ কবির লিটন। নির্বাচনী মাঠে আছেন জোটবদ্ধ জাতীয় পার্টির নেতা সাবেক এমপি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী এবং জাসদের চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি (স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান) কামাল মোস্তফা চৌধুরী।
এই আসনে ভোটের মাঠে লড়াই হবে খুবই কঠিন। কেউ কারো চেয়ে কম নয়। বিশেষ করে চার হেভিওয়েট প্রার্থীর মধ্যে প্রতিযোগীতা হবে সমানে সমান।




