ক্রাইম প্রতিবেদক: কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক ১ হাজার পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীনিকে আটক করেছে। আজ বুধবার (২৯ মার্চ)রাতে কোতোয়ালি থানাধীন বক্সির হাট পুলিশ ফাঁড়িস্থ লালদিঘির পূর্বপাড়ে অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীনির নাম আসমা-উল-হোসনা (২০)।
কোতোয়ালী পুলিশ দি ক্রাইমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন বক্সির হাট পুলিশ ফাঁড়িস্থ লালদিঘির পূর্বপাড়ে অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর এসআই রনি তালুকদার সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করে আসমা-উল-হোসনা (২০)’কে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, কক্সবাজার জেলা থেকে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে উল্লিখিত ঘটনাস্থলে অপেক্ষা করছিলো।তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মাদক মামলা রুজু হয়েছে।




