প্রেস বিজ্ঞপ্তি: শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প এর আওতায় পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার (২৭ মার্চ) রাজশাহী জেলা প্রশাসন এর সহযোগিতায় কাশিয়াডাঙ্গা মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন।
মোবাইল কোর্টে ১টি বাস ও ২টি ট্রাককে শব্দদূষণ বিধিমালা,২০০৬ এ নির্ধারিত অনুমোদিত মাত্রার অতিরিক্ত হর্ণ বাজানো এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অনেক ড্রাইভারকে সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর রাজশাহী, রাজশাহী জেলা প্রশাসনের টিম ও পুলিশ সদস্যদের একটি টিম সহযোগিতা করেন।




