বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর বনানী থানা এলাকা হতে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

র্যাব-১ এক বার্তায় জানায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানাধীন মহাখালী টিবি গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ সবুর উদ্দিন (৫০), পিতা-মৃত মফিজ উদ্দিন, জেলা-সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ১৬৯.৬৯ লিটার বিয়ার, ৭২ লিটার বিদেশী মদ, মাদক পরিবহণে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার, ১ টি মোবাইল ফোন এবং নগদ-৩৪৮৫ টাকা উদ্ধার করা হয়।
Post Views: 226




