ক্রাইম প্রতিবেদক: কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ সোমবার(২০ মার্চ) সকাল ৭টায় লবণচরা থানাধীন মোহাম্মদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে যাত্রী ছাউনীর ভিতর হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ফয়সাল শেখ(২৪) ও মোঃ ওয়াসিম হাওলাদার(২১)।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ দি ক্রাইমকে জানান, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লবণচরা থানাধীন মোহাম্মদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে যাত্রী ছাউনীর ভিতর হতে মাদক কারবারি মোঃ ফয়সাল শেখ(২৪), পিতা-মৃত: আব্দুল মালেক শেখ, সাং-পুটিখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, সাং-হাজী মহসিন রোড, থানা-খুলনা এবং মোঃ ওয়াসিম হাওলাদার(২১), পিতা-মোঃ নান্নু মিয়া হাওলাদার, সাং-মাদ্রাসা রোড, থানা-মংলা, জেলা-বাগেরহাটদ্বয়’কে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।




