বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ইয়াবাসহ আটক হয়েছে ডিসি অফিসের এক কর্মচারী। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে জেলা পাসপোর্ট অফিসের সামনে রাস্তা থেকে ৩০০ পিস ইয়াবা চারটি মোবাইল সেটসহ ডিসি অফিসের ৪র্থ শ্রেণির কর্মচারী এসএম হোছাইন টিটু আটক হয়।
জানা গেছে, বান্দরবান মেঘলা এপিবিএন এসআই মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করে এই মাদক কার্বারীকে আটক করে সদর থানায় সোপর্দ করেন।
সুত্র জানায়, ধৃত এসএম হোছাইন টিটু (৩০) আলীকদম বাজারপাড়ার বাসিন্দা বীর মুক্তি যোদ্ধা মৃত. জেড এ দিদার হোসেন এর ছেলে।তার স্থায়ী ঠিকানা উত্তর ঘুনিয়া, ফাঁসিয়াখালী ইউপি, চকরিয়া, কক্সবাজার। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে এপিবিএন সদস্যরা বান্দরবান সদর থানায় হস্তান্তর করেন।
আটক সরকারি কর্মচারীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়।
Post Views: 257




