নগর প্রতিবেদক: সিএমপি”র গোয়েন্দা বিভাগের (বন্দর- পশ্চিম ) স্পেশাল টিম কর্তৃক ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭টায় বাকলিয়া থানাধীন নতুনব্রীজ ৪নং বাস স্টেশনের পিছনে সিরাজ কলোনী এরশাদ এর ঘরের সামনে রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী হলেন-মোঃ দিদার ইসলাম (৩২)।
মহানগর গোয়েন্দা পুলিশ দি ক্রাইমকে জানান, (বন্দর- পশ্চিম) বিভাগ টিম-স্পেশাল এর এসআই মোহাম্মদ রাজিব হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম, এএসআই মোঃ জাহিদুল হক,ও সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রীজ ৪নং বাস স্টেশনের পিছনে সিরাজ কলোনী এরশাদ এর ঘরের সামনে রাস্তার উপর হতে মোঃ দিদার ইসলাম (৩২) কে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী জনৈক এরশাদ নামক ব্যক্তির নিকট হতে কম মূল্যে ইয়াবা ক্রয় করে বেশি মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
এ সংক্রান্তে সিএমপি’র বাকলিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।




