ক্রাইম প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় জেলার শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মুনসুর আলী দালাল(৬২)।
যশোর পুলিশ দি ক্রাইমকে জানায়, এসআই সোলাইমান আক্কাস, এসআই হামিদুর রহমান, এএসআই শফিউর রহমান জুয়েল, এএসআই নাজমুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন বাগুড়ি সাকিনস্থ জনৈক মোঃ মুনসুর আলী দালালের বসতবাড়ীতে তাহার নিজ মালিকানাধীন প্রাইভেটকারের ভিতর হতে মুনসুর আলী দালাল(৬২), পিতা মৃত- হারুন অর রশিদ, সাং-বাগুড়ী, থানা-শার্শা,জেলা-যশোরকে ১০০ বোতল ফেনসিডিল ও একটা প্রাইভেটকার উদ্ধারসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আট লক্ষ টাকা।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।




