আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় বিলের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রেজাউল করিম (২৫)নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার ৯ দিন পর চট্টগ্রাম অতিরিক্ত এর আমল আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আহতের ভাই আব্দুল আজিজ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে এ মামলা দায়ের করেছে। এদিকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আদালত আনোয়ারা থানার ওসিকে নির্দেশ দিয়েছে। জানা যায়, আনোয়ারা উপজেলার চালিতাতলী গ্রামের পশ্চিমে একটি বিল রয়েছে। ওই বিলে আব্দুল আজিজের পারিবারিক পানির স্কিম রয়েছে। পিতার আমল হতে উক্ত স্কিমের মাধ্যমে বিলের জমিতে পানি সরবরাহ করে আসছে। আব্দুল আজিজের ছোট ভাই রেজাউল করিম পানির স্কিম পরিচালনা করেন।
গত ৩০ শে জানুয়ারি সকাল ১০ টায় বিলের জমিতে পানি সরবরাহকে কেন্দ্র করে রেজাউল করিমের সাথে প্রতিপক্ষের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা লোহার রড দিয়ে আঘাত করলে রেজাউল করিম গুরুতর আহত হন। বিলের কৃষকেরা রেজাউল করিম কে রক্ষা করতে গেলেই প্রতিপক্ষের হাতে তারাও লাঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় রেজাউল করিম কে আনোয়ারা হাসপাতালে ভর্তি করলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটার পরপরই আনোয়ারা থানার ওসিকে বিষয়টি জানানো হয়েছে।
গত ৮ই ফেব্রুয়ারি আহত রেজাউল করিমের ভাই আব্দুল আজিজ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কোটে মামলা করেছে। মামলার আসামিরা হলো শাহাদাত হোসেন (৩৫) আলতাফ হোসেন (৬২) মোঃ আশিক(৩০) জাগির হোসেন(২৮) ইমরান হোসেন (২৪)। সংঘটিত ঘটনায় এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। মামলার বাদী আব্দুল আজিজ জানায় আমার ভাইকে উপর্যুপরি ও এলোপাতাড়িভাবে লোহার রড দিয়ে আঘাত করেছে প্রতিপক্ষরা। কোটে মামলা করায় প্রতিপক্ষরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।



