নিজস্ব প্রতিবেদক: গাজীপুর ও নওগাঁ থেকে ৫ কোটি টাকার হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি)বিকাল ৪টায় বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর এবং নওগাঁর বিভিন্ন এলেকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মোসাঃ রাজিয়া বেগম(৩০), মোঃ সাকিবুর রহমান(৩৪) ও মোসাঃ সেলিনা(৩৭)।

র্যাব এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর দিক নির্দেশনায় বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর এবং নওগাঁয় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে পাঁচ কেজি চারশত গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
Post Views: 253




