নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জন্ম নিবন্ধন সার্ভার আইডি-পাসওয়ার্ড হ্যাক করে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট তৈরি করে দেওয়া চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মো: আরিফ (২৭), মো: জসিম উদ্দিন (৩০) ও মো. তারেক (২৯)।

চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অনলাইন জন্মনিবন্ধন সার্ভার আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে একটি চক্র রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দিচ্ছে এবং এবং ভূয়া জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে সহায়তা করছে মর্মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ধৃত মো: আরিফ (২৭) তার বোন পরিচয় দিয়ে আফরোজা আক্তার, পিতা- আবুল হাসেম, সাং- দক্ষিণ গাছবাড়িয়া, চন্দনাইশ পৌরসভা, থানা- চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম-এর পাসপোর্ট আবেদনের ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ডিএসবি অফিসারের নিকট উপস্থাপন করতে গেলে ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের পাসপোর্টের আবেদনের বিষয়টি সামনে আসে। উক্ত পাসপোর্ট আবেদনে প্রদত্ত বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিক ছিলো না।
গ্রেফতারকৃতদের নিকট হতে ৩টি মোবাইল ফোন ও মোবাইল ফোনে রক্ষিত ভুয়া জন্মনিবন্ধন সনদের পিডিএফ ও ছবি উদ্ধার করা হয়।
বর্ণিত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজুসহ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Post Views: 215




