নগর প্রতিবেদক: সিএমপি”র ডিবির অভিযানে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া, তুলাতলী সুমনের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে গাঁজাসহ আসামি মোঃ মুহিন (২৩)কে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ টিম নং-৫২ এর পুলিশ পরিদর্শক মোঃ আরমান হোসেন ও পুলিশ পরিদর্শক মোঃ নূরুজ্জামানের নেতৃত্বে এসআই মোঃজাহিদুল করিম, এএসআই মোঃসাইফুল ইসলাম মুন্সি, এএসআই শিবু মজুমদারসহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া, তুলাতলী সুমনের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আসামি মোঃ মুহিন (২৩)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি জব্দকৃত গাঁজাসমূহ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
এ ব্যাাপারে সিএমপি-এর কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।
Post Views: 247




