নিজস্ব প্রতিবেদক: পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন বাগমারার যৌথ উদ্যোগে আজ বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ড্রাম চিমনি ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্হাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩(সংশোধিত-২০১৯) ধারা বলে ৭টি ইট ভাটাকে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং তৎক্ষনাৎ আদায় করা হয়। অবৈধ ৭ টি ড্রাম চিমনি ইট ভাটা এক্সকেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বিশেষ এ অভিযানের নেতৃত্ব দেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এফ এম আবু সুফিয়ান এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন।
উপজেলা প্রশাসন বাগমারা, পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতে উপস্থিত ছিলেন।অভিযানের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপ পরিচালক মাহমুদা পারভীন।
Post Views: 194




