নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সদর এর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে কক্সবাজার জেলার সদর উপজেলার বাকখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন ,নদী তীরের প্যারাবন কর্তন,জলাশয় ভরাট, অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে দিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ, বালি উত্তোলনে ব্যবহৃত পাইপলাইন ধ্বংস করা হয়।এছাড়াও ১ টি অবৈধ ড্রেজারবাহী নৌকা জব্দ করে বিআইডব্লিউটিএ”র নিকট হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া অভিযানে নেতৃত্ব প্রদান করেন।
এছাড়াও সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ জিল্লুর রহমান,পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফাইজুল কবির ও মুসাইব ইবনে রহমান,বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ”র কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর,কক্সবাজার জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




