লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় পৃথক অভিযানে বড়হাতিয়া ও কলাউজানে অবৈধভাবে ফসলী জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটার দায়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩জনকে জরিমানা করেছে। একই সময় ৩টি এস্কভেটর ও ৩টি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে বলে সুত্রে প্রকাশ।আজ মঙ্গলবার (২৪ জানুয়ারী) অভিযান চালানো হয়েছে কলাউজান ইউনিয়নে এবং ২৩জানুয়ারী সোমবার অভিযান চালানো হয়েছে বড়হাতিয়া ইউনিয়নে।
অভিযানে কলাউজান ইউনিয়নে নাজিম উদ্দিনকে ১লাখ ৫০হাজার টাকা এবং ফরিদুল আলমকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এর পুর্বের দিন বড়হাতিয়ায় জরিমানা করা হয়েছে জামাল হোসেনকে ৫০হাজার টাকা। লাইসেন্স না থাকায় ডাম্পট্রাকের ২চালককে জরিমানা করা হয়েছে ৮হাজার টাকা।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল্ল্যাহ্ এ অভিযান পরিচালানা করেছেন।
Post Views: 186




