বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে। গতকাল সোমবার (২৩ জানুয়ারি) রাতে  ভারত সীমান্তবর্তী এলাকা সাদিপুর গ্রামস্থ একটি ব্রিজের সামনে পাঁকা রাস্তার উপর অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে অবস্থান করার সময় সোনা চোরাকারবারীদের গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার এসআই অমিত কুমার এর নেতৃত্বে একটি চৌকস টিম রাতে জরুরি ডিউটি করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে একটি অবৈধ স্বর্ণ চোরাচালান চক্রের সদস্যরা  ভারত সীমান্তবর্তী এলাকা সাদিপুর গ্রামস্থ একটি ব্রিজের সামনে পাঁকা রাস্তার উপর অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। তার এই সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার চৌকস টিমটি উক্ত ঘটনাস্থলে পৌঁছালে চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০টি স্বর্ণের বার (আনুমানিক ওজন ১কেজি ১৬২গ্রাম যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১কোটি ১৫লক্ষ টাকা) ফেলে রেখে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানা জানায়, উদ্ধারকৃত ১কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১কোটি ১৫লক্ষ টাকা।
পরবর্তীতে ঘটনাস্থল হতে পরিত্যাক্ত অবস্থায় থাকা ১০টি স্বর্ণের বার স্থানীয় লোকদের উপস্থিতিতে জব্দ করা হয়।
এসংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে। গতকাল সোমবার (২৩ জানুয়ারি) রাতে  ভারত সীমান্তবর্তী এলাকা সাদিপুর গ্রামস্থ একটি ব্রিজের সামনে পাঁকা রাস্তার উপর অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে অবস্থান করার সময় সোনা চোরাকারবারীদের গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার এসআই অমিত কুমার এর নেতৃত্বে একটি চৌকস টিম রাতে জরুরি ডিউটি করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে একটি অবৈধ স্বর্ণ চোরাচালান চক্রের সদস্যরা  ভারত সীমান্তবর্তী এলাকা সাদিপুর গ্রামস্থ একটি ব্রিজের সামনে পাঁকা রাস্তার উপর অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। তার এই সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার চৌকস টিমটি উক্ত ঘটনাস্থলে পৌঁছালে চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০টি স্বর্ণের বার (আনুমানিক ওজন ১কেজি ১৬২গ্রাম যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১কোটি ১৫লক্ষ টাকা) ফেলে রেখে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানা জানায়, উদ্ধারকৃত ১কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১কোটি ১৫লক্ষ টাকা।
পরবর্তীতে ঘটনাস্থল হতে পরিত্যাক্ত অবস্থায় থাকা ১০টি স্বর্ণের বার স্থানীয় লোকদের উপস্থিতিতে জব্দ করা হয়।
এসংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।