ক্রাইম প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন আসামিকে আটক করেছে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ।আজ সোমবার (২৩ শে জানুয়ারি) কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফের নয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- বরিশাল জেলার আগৈলঝরা থানাধীন মাগুরা এলাকার মোঃ মোনসেফ আলী সিকদার (৩০) ও গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন জরুন এলাকার ইকবাল হোসেন বাবু (২২)।
হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই কামরুল আলম সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করাকালীন সময় একটি টমটমে দুইজন যাত্রীর গতিবিধি ও আচারণ সন্দেহজনক হলে তাদের আটক করেন।
আটককৃতদেরকে মেডিকেলে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তাদের একজনের পেট হতে কালো কসটেপ দিয়ে মোড়ানো সাদা রংয়ের পলিথিনে থাকা ১০ প্যাকেটে প্রতি প্যাকেটে ৪০ পিস করে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ডাক্তারের সহায়তায় বের করা হয়।
ইয়াবা ব্যবসায়ীদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 302



