খাগড়াছড়ি প্রতিনিধি: রামগড় থানা শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে শিশু ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মাহবুব প্রকাশ মাহবুব আলম(৩৫)কে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় বিয়ে বাড়ির কনেপক্ষের মেহমান সেজে রামগড় পৌরসভা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন এর নির্দেশে অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মোঃ সামছুল আমিন সংগীয় ফোর্স মিরাজ উদ্দিন, তৌফিক, জাহিদসহ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে জিআর-৪৫৬/১৯, , রামগড় থানার মামলা নং-০১, তাং-১০/১১/২০১৯খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৯(১) এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ মাহবুব প্রকাশ মাহবুব আলম(৩৫), পিতা-কবির আহাম্মদ, মাতা-ছকিনা বেগম, সাং-বাগানটিলা, ০৭নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, থানা-রামগড়, জেলা- খাগড়াছড়িকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকায় কৌশলে বিয়ে বাড়ির কনেপক্ষের মেহমান সেজে আসামীর শশুর বাড়ি হইতে গ্রেফতার করা হয়।
Post Views: 271




