রংপুর প্রতিনিধি: রংপুর সিটি কপোরেশনের ২৬ নং ওয়ার্ডের পুনরায় ভোট গ্রহণ আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ফলাফলে শাহাজাদা(ঠেলাগাড়ি) ও সাইফুল ইসলাম(ঘুড়ি) প্রতীক নিয়ে দু’জনই সমান সংখ্যক তিন হাজার ১৯৭ ভোট পান। ফলে ওই ওয়ার্ডে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা।
গত বুধবার (০৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে ১৫ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ ও অন্যান্য ব্যবস্থা নিতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গত ২৭ ডিসেম্বর ২০২২ এ (রসিক) ২৬ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে এম এ রাজ্জাক মণ্ডল (লাটিম), মোঃ শাহাজাদা আরমান (ঠেলাগাড়ি) ও মোঃ সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নতুন করে ভোটগ্রহণে এম এ রাজ্জাক মণ্ডলকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সংক্ষুদ্ধ এই প্রার্থীও নতুন করে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্তকে কেন্দ্র করে ২৬ নম্বর ওয়ার্ডে তিন কাউন্সিলর প্রার্থীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর পদে মোঃ শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু দুজনেই ৩ হাজার ১৯৭ ভোট পান। সমান ভোট পাওয়ায় ওই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।
এদিকে নির্বাচনের পর থেকেই ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ শাহজাদা আরমানের বিরুদ্ধে হামলা, বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আরেক প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু। অপরদিকে ফুলুর বিরুদ্ধে আরেক সাবেক কাউন্সিলর এম এ রাজ্জাক মণ্ডলকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ তুলেছেন তার কর্মী-সমর্থকরা। এমন পরিস্থিতিতে ওই ওয়ার্ডে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
Post Views: 675




