প্রেস বিজ্ঞপ্তি: মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়াই পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আব্দুল হোছাইন ও আবেদুল হককে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবিরের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ কায়সার হামিদ এর নেতৃত্বে, এসআই মোঃ রাজীব হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম, এএসআই মোঃ জাহিদুল হক, এএসআই মোঃ তাজুল ইসলাম, এএসআই রনি মজুমদার ও সঙ্গীয় ফোর্স সহ চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়াই পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২২০০ পিস ইয়াবাসহ আব্দুল হোছাইন ও আবেদুল হকদ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা কক্সবাজার জেলা থেকে কম দামে ইয়াবা ক্রয় এবং তা পরিবহন করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
Post Views: 227




