চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় ৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।আজ সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং বনবিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি আবুল হাশেম (২২) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপে তল্লাশি করে ৪ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত গাড়িও জব্দ করা হয়। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।
Post Views: 203




