চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করেছে এক যুবক। সেই ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দুটি পেজ থেকে পোস্টও করা হয়। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার বাদী হয়ে রোববার (১ জানুয়ারি) চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলার পর ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ছড়ানোয় অভিযুক্ত যুবক শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।গ্রেফতার মো. শাহাদাত হোসেন (৩২) চকরিয়া উপজেলার সাহারবিল ইউপির রামপুর এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।
রোববার বেলা ১২টার দিকে চকরিয়ার রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
Post Views: 238




